kalerkantho


মেহেরপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি   

১৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:২৬মেহেরপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

মেহেরপুর সদর উপজেলার বারাদিতে জেলা পরিষদের জমিতে স্থাপিত আধাঁপাকা দোকানঘর না ভেঙে ব্যবসা করতে দেওয়া দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। আজ রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেন। 

স্থানীয় ব্যবসায়ী সেলিম বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধনে মোতাকাব্বির রহমান, আবু জাফর লিটন, মিলন রেজা, আব্দুল মাবুদ, ইদ্রিস আলী, আজিজুল ইসলামসহ স্থানীয় অর্ধশত ব্যবসায়ী অংশগ্রহণ করেন। 

স্মারকলিপিতে ব্যবসায়ীরা জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার বারাদি বাজারের উত্তর পাশে জেলা পরিষদের জমিতে প্রায় ৩০টি আধাপাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি জেলা পরিষদ ওই দোকানগুলি ভেঙে নতুন করে পাকা দোকান ঘর করার ইচ্ছা প্রকাশ করেছে। নতুন দোকান নিতে তিন লাখ টাকা করে দাবী করা হয়েছে, যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব।

 মন্তব্য