kalerkantho


বরগুনায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৪০ স্কু‌লের পরীক্ষ‌া বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ডিসেম্বর, ২০১৭ ০১:২৯বরগুনায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৪০ স্কু‌লের পরীক্ষ‌া বন্ধ

বরগুনার বেতাগী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সত্যতা পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেতাগী উপজেলার ১৪০টি স্কুলের দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আবদুল মজিদ জানান, শনিবার সন্ধ্যায় বেতাগী উপজেলার বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস হওয়ার খবর পান তিনি। পরে মূল প্রশ্নের সঙ্গে ফেসবুকে পাওয়া ওই প্রশ্নের মিল থাকায় রবিবারের বেতাগী উপজেলার দ্বিতীয় শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে।মন্তব্য