kalerkantho


বেনাপোল ও শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বেনাপোল প্রতিনিধি    

১৬ ডিসেম্বর, ২০১৭ ২৩:৪১বেনাপোল ও শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বন্দর নগরী বেনাপোল ও শার্শায় আজ শনিবার সকালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে কাস্টমস, বন্দর, পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ, বিএনপি, প্রেস ক্লাব বেনাপোল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন ও ফুলের ডালি নিয়ে র‍্যালি সহকারে কাগজপুকুর স্মৃতি সৌধে পুস্পাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

শার্শা স্টেডিয়াম ও কাশিপুর বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ এর মাজারে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবির কমান্ডিং অফিসার কর্নেল আরিফুল হক, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপেজলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শার্শা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিবি, বন্দরের নিরাপত্তা প্রহরী ও শিশু শিক্ষার্থীদের কুজকাওয়াজ ও গার্ড অব অনার গ্রহন করেন। মন্তব্য