kalerkantho


নানা আয়োজনে পিরোজপুরে বিজয় দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩১নানা আয়োজনে পিরোজপুরে বিজয় দিবস উদযাপন

ছবি : কালের কণ্ঠ

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সকালে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে এ দিবসের সূচনা হয়। এর পরপরই স্থানীয় এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে বলেশ্বর নদীর ঘাটে শহীদ স্মৃতি সত্মম্ভে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 

সকাল নয়টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ, আনসার-ভিডিপি, শহরের বিভিন্ন স্কুল-কলেজ ও শিশু সংগঠন সমুহের অংশ গ্রহনে কুচকাওয়াজ পরিদর্শণ ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। পরে শিশু কিশোরদের অংশ গ্রহণে শারীরিক কসরত প্রদর্শণ শেষে পুরস্কার প্রদান করা হয়।  

এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 মন্তব্য