kalerkantho


মাগুরায় শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

মাগুরা প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৭ ২২:২৬মাগুরায় শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

ছবি : কালের কণ্ঠ

মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা থেকে জেলা কলেক্টরেট চত্বরে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে শুরু হয়েছে ১০ দিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক দপ্তর প্রথমবারের মত এ মেলার আয়োজন করেছে। মেলায় মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলের গ্রামীণ নারী উদ্যোক্তাসহ স্থানীয় উদ্যোক্তাদের নানা ধরনের পন্য ২৪টি স্টলে বিক্রি হচ্ছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নারী নেত্রীদের নিয়ে মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, নারী উদ্যোক্তা মুশপেকা খোন্দকার, শেখ সেলিনা আকবারি প্রমুখ। মেলা চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

 মন্তব্য