kalerkantho


ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল উত্তরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৫ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৩ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল উত্তরণ

ছবি : কালের কণ্ঠ

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উত্তরণ নামে একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার বিকেলে শহরের স্বাধীনতা মঞ্চে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

উত্তরণ এর সভাপতি তাহিয়াতুন রেমির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, কবি আবু সুফিয়ান চৌধুরী কুশল, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আ্যডভোকেট অনিমেষ রায় প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান। তাঁরা জীবন বাজি রেখে মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তারা বলেন, শহীদদের বিজয় পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা চালাব। বিজয়ের মাসে এই হোক আমাদের অঙ্গিকার। পরে অতিথিরা সংবর্ধিত ৩৫ জন মুক্তিযোদ্ধার হাতে জাতীয় পতাকা, বাংলাদেশের মনোগ্রাম ও শীতবস্ত্র তুলে দেন।মন্তব্য