kalerkantho


দিনাজপুরে পুলিশের অভিযানে আটক ৩৯

দিনাজপুর প্রতিনিধি    

১৫ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৩দিনাজপুরে পুলিশের অভিযানে আটক ৩৯

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩৯ জনকে আটক করা হয়। আটককৃতরা ২১ জন মাদক ব্যবসায়ী ও ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

আটককৃতদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, ৩৩৯ বোতল ফেনসিডিল, ৫৭৫ গ্রাম গাঁজা, ২.৬০ গ্রাম হেরোইন, ছয় লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ২০টি মামলা দায়ের করা হয়েছে। দুপুর ১২টার দিকে আটক ৩৯ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। মন্তব্য