kalerkantho


ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০৯:৩০ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। গতকাল গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ সেতুর কাছে আলুবোঝাই ট্রাক বিকল হওয়ায় এই জট তৈরি হয়েছে।

জানা গেছে, সড়কটিতে চার লেইনের কাজ চলায় রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত আট কিলোমিটার সড়কে বড় বড় গর্তের কারণে এমনিতেই যানবাহনের ধীরগতি থাকে সব সময়। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলে ধীরগতিতে।

পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ওসি মো. তরিকুল ইসলাম।মন্তব্য