kalerkantho


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরে মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ ডিসেম্বর, ২০১৭ ২৩:৪৮শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরে মোমবাতি মিছিল

ছবি: কালের কণ্ঠ

শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সরকারি রাজেন্দ্র কলেজ, কালের কণ্ঠ শুভ সংঘসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মোমবাতি মিছিল হয়েছে।

মিছিলগুলো শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যক্ষ মোশাররফ হোসেন, এএসএম আহসান তুহিন প্রমুখ।মন্তব্য