kalerkantho


বেনাপোলে দুটি সোনার বারসহ বাংলাদেশি যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি    

১৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:২৩বেনাপোলে দুটি সোনার বারসহ বাংলাদেশি যাত্রী আটক

বেনাপোলের আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দুইটি সোনার বারসহ মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছেন  কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটক মোস্তাফিজুর ময়মিনসিংহ জেলার টুংগীবাডী থানার ঘোনাইসর গ্রামের তোতা মিয়া ঢালীর ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক দফতরের ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, কাস্টমস চেকিং পয়েন্টে নিয়মিত তল্লাশিকালে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী মোস্তাফিজুর রহমানের গতিবিধি দেখে সন্দেহ হয়। মেটাল ডিটেক্টর ম্যাশিনেও  ধরা পড়ে তার পায়ূপথে সোনার বার রয়েছে। এ সময ওই যাত্রীকে বেনাপোলের স্থানীয় রজনী ক্লিনিকে এক্সরে করে দুইটি সোনার বার উদ্ধার করা হয়। পরে যাত্রী মোস্তাফিজুরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সোনার বারসহ মোস্তাফিজুরকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। মন্তব্য