kalerkantho


সালথায় দু' পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ ডিসেম্বর, ২০১৭ ০৩:১০সালথায় দু' পক্ষের সংঘর্ষে আহত ৫

গতকাল বুধবার ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। এতে উভয় পক্ষের ১৪টি বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামে দীর্ঘদিন ধরে ফারুক মিয়ার সাথে ওমর মেম্বারের বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের শতাধিক সমর্থক ঢাল ও সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের সমর্থকরা পরস্পরের প্রতি ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় ১৪টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষ থানা অভিযোগ করে নি বলে জানিয়েছেন তিনি।মন্তব্য