kalerkantho


ঝালকাঠিতে বাল্য বিয়ে ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

ঝালকাঠি প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৪ঝালকাঠিতে বাল্য বিয়ে ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

ঝালকাঠিতে বাল্য বিয়ে ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স ও প্লান বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার কীর্ত্তিপাশা ইউনিয়ন শাখা এ ক্যাম্পেইনের আয়োজন করে। এতে অংশ নেন কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা, ভিমরুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব রায়, কমলীকান্দ নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল বড়াল হালদার, মো. এনায়েত হোসেন ও হাঙ্গার প্রজেক্টের প্রকল্প পরিচালক জাকির হোসেন।মন্তব্য