kalerkantho


ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি    

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৭ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিন।

বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। বক্তব্য চলাকালে পুলিশ কার্যালয়ের ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের বের করে দেন। মন্তব্য