kalerkantho


মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি    

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৬মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের বোসপাড়ায় অবস্থিত জেলা বিএনপির কার্ষালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়কের কাসারিপাড়া মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান ও আনছারুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে জেলা কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মন্তব্য