kalerkantho


গোপালগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি    

১২ ডিসেম্বর, ২০১৭ ১৬:৫১গোপালগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জেলা শহরের লেকপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এ সময় অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া শহরের পাচুরিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে দুই শতাধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জলিলসহ পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা অংশ নেন।

দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এই অভিযান চালানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। মন্তব্য