kalerkantho


ঝালকাঠিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি    

১২ ডিসেম্বর, ২০১৭ ১২:১৪ঝালকাঠিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

'আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলা বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুজ্জামান, আইসিটি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুর রশীদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, উদ্যোক্তা ফারজানা ববি নাদিরা প্রমুখ। 

 মন্তব্য