kalerkantho


নড়াইলে মানবপাঁচার প্রতিরোধ কমিটি সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    

১১ ডিসেম্বর, ২০১৭ ২১:০৯নড়াইলে মানবপাঁচার প্রতিরোধ কমিটি সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

ছবি : কালের কণ্ঠ

মানবপাঁচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ওজেলা কমিটির সদস্যদের সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। 
 
রাইট যশোরের আয়োজনে কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করে রাইটস যশোরের পাঁচার প্রতিরোধ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম। উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন অতিঃজেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ। 
 
জেলা পাঁচার প্রতিরোধ কমিটি সক্রিয়করণে বক্তব্য রাখেন জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদ, সহকারী কমিশনার মোঃ আল-আমিন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এড. আলমগীর সিদ্দীকি, এড. রমা রায়, নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। 
 
 
 
 
 
 
 


মন্তব্য