kalerkantho


ডাঃ মোঃ মুর্শিদ উদ্দিন আর নেই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১১ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫০ডাঃ মোঃ মুর্শিদ উদ্দিন আর নেই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক চিকিৎসক ও পৌরসভার ৭নং শিলাসী ওয়ার্ডের বাসিন্দা ডাঃ মোঃ মুর্শিদ উদ্দিন (৭০) আজ সোমবার সকাল ৮টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ও মানষিক রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে স্ত্রী, দু্ই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছে। আজ বাদ আসর শিলাসী নামা পাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলম আরা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেন।

 মন্তব্য