kalerkantho


নান্দাইলে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১০ ডিসেম্বর, ২০১৭ ২২:৪২নান্দাইলে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

ছবি : কালের কণ্ঠ

বিশ্ব নেতাদের প্রতি মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো ও তাঁদের দেশে ফেরত নিতে মিয়ানমার সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে পালিত হয়েছে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। আজ রবিবার সকালে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলার কানুরামপুর এলাকায় দিবসটি যথাযোগ্যভাবে পালন করে এক বর্নাঢ্য র‍্যালি বের করে। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা সভাপতি মো. শফিকুল ইসলাম ফুলমিয়া, সহ-সভাপতি হেলেনা আক্তার,যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, হারুন অর রশিদ, পৌরসভার সভাপতি সরজুল ইসলাম, মোজাম্মেল ও হুমায়ুন কবীর প্রমুখ। মন্তব্য