kalerkantho


ভোলা মুক্ত দিবস পালিত

ভোলা প্রতিনিধি    

১০ ডিসেম্বর, ২০১৭ ২০:১২ভোলা মুক্ত দিবস পালিত

ভোলায় আজ রবিবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, দোস্ত মাহমুদ, শফিকুল ইসলাম, অহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় ভোলা।  

 মন্তব্য