kalerkantho


ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রকে হাত ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    

৭ ডিসেম্বর, ২০১৭ ২১:০৭



ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রকে হাত ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ছবি : কালের কণ্ঠ

ঝালকাঠির কুতুবনগর আযিযীয়া আলীম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আহত নুর মোহাম্মদের সহপাঠী তারিকুল ইসলাম, আবদুল কাইয়ুম ও সিরাজুল ইসলাম। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত গত বুধবার দুপুরে বার্ষিক পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে কয়েকজন বখাটে যুবক শিশু নুর মোহাম্মদকে পিটিয়ে বা হাত ভেঙে দেয়। 


 


মন্তব্য