kalerkantho


'বিএনপি আগামী নির্বাচনে ভোট চাওয়ার নৈতিকতা হারিয়েছে'

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৭ ডিসেম্বর, ২০১৭ ১৯:০৬'বিএনপি আগামী নির্বাচনে ভোট চাওয়ার নৈতিকতা হারিয়েছে'

ছবি : কালের কণ্ঠ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ ও জনগণের কল্যানে যে বৈল্পবিক উন্নয়ন সাধিত হয়েছে তা পৃথিবীতে রোল মডেল। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আর ভোট ভিক্ষা চাইতে হবেনা। তাদের কল্যানের কথা ভেগে জনগন বুঝে শুনেই বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করবে। 

তবে বিএনপির দিকে কেউ ছুটবেনা। তাদের দুর্নীতি গ্রস্ত কর্মকাণ্ড আর জামায়াতকে সাথে নিয়ে জালাও-পোড়াওয়ের যে রাজনীতি করেছে তাতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ায় নৈতিকতা হারিয়েছে। জনগন তাদের আর কখনো ক্ষমতায় দেখতে চায় না। মন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশের বর্তমান মাথা পিছু আয় ১৬শ' ১০ ডলার। এমন অর্জন সেখ হাসিনা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। ২০২১ সালের উন্নয়নের যে লক্ষমাত্রা ছিল তা আমরা ১৯ সালের মধ্যেই অর্জন করতে সক্ষম হবো। কেউ বাংলার উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবেনা। 

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।মন্তব্য