kalerkantho


গোপালগঞ্জ মুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

গোপালগঞ্জ প্রতিনিধি    

৭ ডিসেম্বর, ২০১৭ ১৫:০৯গোপালগঞ্জ মুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্প একাডেমি চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, অতিরিক্ত পুলিশ সুপার মো.  আমীনুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা অংশ নেন। এর আগে গোপালগঞ্জ সাইক্লিলিং ক্লাব শহরে একটি বাইসাইকেল র‌্যালি বের করে। মন্তব্য