kalerkantho


মাগুরা মুক্ত দিবস পালিত

মাগুরা প্রতিনিধি    

৭ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩৮মাগুরা মুক্ত দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও নাগরিক সংগঠন সম্মিলিত মাগুরাবাসী এ শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করে।

এ উপলক্ষে সকাল ১১টায় শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ টি এম আব্দুল ওয়াহ্হাব এমপি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুল লাইলা জলি এমপি।

বক্তব্য দেন জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, গোলাম মওলা প্রমুখ। মন্তব্য