kalerkantho


চরভদ্রাসনে স্থানীয়দের হাতে মারা পড়ল চন্দ্রবোড়া সাপ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ নভেম্বর, ২০১৭ ২৩:২৫চরভদ্রাসনে স্থানীয়দের হাতে মারা পড়ল চন্দ্রবোড়া সাপ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদরের এমপিডাঙ্গি আজ শুক্রবার বিকেলে স্থানীদের হাতে মারা পড়ল প্রায় পাঁচ ফুট উচ্চতা ও পাঁচ কেজি ওজনের একটি চন্দ্রবোড়া সাপ (রাসেল ভাইপার)।

ওই গ্রামের বাসিন্দা আবুল শিকদার (৫০) জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে আমি ও মতি মৃধা নামে এক ব্যক্তি উপজেলার ভাঙার মাথা নামকস্থান থেকে সোজাসুজি পদ্মা নদী নৌকায় পার হয়ে নদীর চরে ঘাস কাটতে যাই।ঘাস কেটে ফিরে আসার সময় নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করি। এ সময় হঠাৎ একটি চন্দ্রাবোড়া সাপটি পানিতে ভাসতে দেখে আমি লগি দিয়ে সাপটির মাথায় মারি। পরে আহত সাপটি নিয়ে গ্রামে ফিরে আসি। আতঙ্কিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে মাটিতে পুঁতে ফেলে।

ওই গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা শেষ পর্বের শিক্ষার্থী নোমান আল-মোক্তাদির বলেন, এটি একটি চন্দ্রাবোড়া (রাসেল ভাইপার) সাপ। এটি মূলত পাহাড়ী অঞ্চলে বাস করে। গত বন্যার সময় চন্দ্রাবোড়া প্রজাতির বেশ কিছু সাপ পদ্মা নদী দিয়ে এ অঞ্চলে এসেছে। তিনি বলেন,গত রবিবার এমপি ডাঙ্গি গ্রামে চন্দ্রাবোড়া সাপের কামড়ে মনোরুদ্দীন নামে এক ব্যক্তি মারা যায়।

নোমান চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চন্দ্রাবোড়া সাপের প্রতিষেধক সরবরাহের দাবি জানিয়েছে।মন্তব্য