kalerkantho


সভাপতি টিপু, সম্পাদক নোমান

লক্ষ্মীপুর জেলা যুবলীগের নতুন কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি    

২৪ নভেম্বর, ২০১৭ ১৭:২৫লক্ষ্মীপুর জেলা যুবলীগের নতুন কমিটি

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ  উদ্দিন টিপু সভাপতি ও কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল নোমান।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর টাউন লাইব্রেরি মিলনায়তনে নতুন এ কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। প্রায় ২৩ বছর পর বিকেলে সামাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা।মন্তব্য