kalerkantho


মুসা কোম্পানী সভাপতি রফিক সম্পাদক

বান্দরবান জেলা শ্রমিকলীগের সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২৩ নভেম্বর, ২০১৭ ২২:৫১বান্দরবান জেলা শ্রমিকলীগের সম্মেলন সম্পন্ন

জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা কোম্পানীকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সভায় মিলন পালকে সভাপতি ও হারুণ গাজীকে সাধারণ সম্পাদক করে বান্দরবান পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলা ও পৌর শাখার অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে। জাতীয় শ্রমিকলীগ বান্দরবান শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে বক্তব্য দেন। 

                                                                                                      মন্তব্য