kalerkantho


ডিজিটাল মিটারের দাবি

চাঁদপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি    

২৩ নভেম্বর, ২০১৭ ১৮:৪৯চাঁদপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

'প্রিপেইড মিটার নয়, ডিজিটাল মিটার চাই'- এই স্লোগান নিয়ে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহকরা। আজ  বৃহস্পতিবার বিকেলে শহরের শপথ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল  সমাবেশস্থলে জড়ো হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বিদ্যুৎ  বিভাগের লোকজন একপ্রকার জোর করেই প্রিপেইড মিটার গ্রাহকদের দিচ্ছেন। ইতিমধ্যে যেসব স্থানে এসব মিটার সংযোগ দেওয়া হয়েছে, তাতে ভুতুড়ে বিলের কারণে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগের লোক পরিচয় দিয়ে  কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে। তারা কোনো কারণ ছাড়াই একপ্রকার জোর করে প্রিপেইড বিদ্যুৎ  মিটার সংযোগ দিয়ে চলে যাচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে সংযোগকারীরা পুলিশের ভয় দেখাচ্ছে।
 
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির বিকাশে সবধরনের কাজ করছে। তাই প্রিপেইড মিটার নয়, ডিজিটাল বিদ্যুৎ মিটার সংযোগ দেওয়া হোক।
 
সমাবেশে বক্তব্য দেন, ক্যাব, চাঁদপুর শাখার অন্যতম নেতা শাহজাহান চোকদার, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন বাবুল, নারায়ণ চক্রবর্তী, শিপ্রা দাস, অ্যাডভোকেট শ্যামল দাস, অ্যাডভোকেট পলাশ মজুমদার। এর আগে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি প্রদান করেন।
 


মন্তব্য