kalerkantho


যশোরে টহল পুলিশের গাড়ি দুর্ঘটনায়, আহত ৪

বিশেষ প্রতিনিধি, যশোর   

২৩ নভেম্বর, ২০১৭ ১৪:৫৩যশোরে টহল পুলিশের গাড়ি দুর্ঘটনায়, আহত ৪

যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় গতকাল বুধবার গভীর রাতে পুলিশের টহল গাড়ি দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।
 
আহতরা হলেন পুলিশ কনস্টেবল জাহিদ হাসান (৪৫), সঞ্জয় কুমার (৫০), আনসার সদস্য ইলিয়াস (৫০) এবং চালক জাকির হোসেন (২৩)। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত জাহিদ হাসান বলেন, রাত ৩টার দিকে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় আমাদের বহনকৃত মাহেন্দ্রটি। পরে অন্য পুলিশ সদস্যরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
 


মন্তব্য