kalerkantho


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন

রংপুর অফিস   

২৩ নভেম্বর, ২০১৭ ০৫:০৬



বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে এই কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পিইউও (ভারপ্রাপ্ত) জুবায়ের ইবনে তাহের, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক ও পিইউও (ভারপ্রাপ্ত) যারীন ইয়াছমিন চৈতি, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সামান্থা তামরিন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী। 

উপাচার্য বিএনসিসি’র অভিবাদন গ্রহণ করেন এবং ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০১৭ সফলভাবে সম্পন্নকারী ২০ সদস্যের ক্যাডেটবৃন্দের মাঝে সনদ প্রদাণ করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিএনসিসি’র কার্যক্রম শুরু হয়।



মন্তব্য