kalerkantho


শার্শায় হুণ্ডির ৩৩ লাখ টাকাসহ ৪ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

২২ নভেম্বর, ২০১৭ ১৩:৪৮শার্শায় হুণ্ডির ৩৩ লাখ টাকাসহ ৪ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে হুণ্ডির ৩৩ লাখ ৫০ হাজার টাকাসহ ৪ হুণ্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক থেকে তাদের আটক করে। এ তাদের কাছ থেকে জব্দ করা হয় হুণ্ডির ৩৩ লাখ ৫০ হাজার টাকা। 

আটককৃতরা হচ্ছেন নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুত্ফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবু বক্কারের ছেলে এনামুল শেখ (৩০), জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)।

আরো পড়ুন : বেনাপোল সীমান্তে ১১ লাখ টাকাসহ পাচারকারী আটক

এ ব্যাপারে শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রীকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে পায়ের সাথে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লাখ ৫০ হাজার হুণ্ডির টাকা জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।মন্তব্য