kalerkantho


সুপার স্টার গ্রুপ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৭ ০১:২৪সুপার স্টার গ্রুপ ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: কালের কণ্ঠ

সুপার স্টার গ্রুপ তাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ব্যবসায়ীক অংশীদারদের নিয়ে মতবিনিময় সভা করেছে। ওই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপার স্টার রিনিউবেল এনার্জি সৌর বিদ্যুৎ সানন্দবাড়ি অফিস সোমবার সানন্দবাড়ি বাজারে ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় রৌমারী ও রাজীবপুর উপজেলার শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশগ্রহণ করে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় কম্পানির প্রশাসনিক ব্যবস্থাপক আলমগীর হারুন এবং সেলস ব্যবস্থাপক শফিকুল ইসলাম শিপন উপস্থিত থেকে অংশীদারদের সমস্যার কথা শোনেন। এরপর কম্পানির সার্বিক বিষয় তুলে ধরে সর্বোচ্চ সেবা কিভাবে নিশ্চিত করা যায় তার মতামত গ্রহণ করেন।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ও স্থানীয় আ. লীগ সভাপতি আমিনুল ইসলাম আকন্দ প্রমুখ। শেষে সেরা ব্যবসায়ী নির্বাচিত করে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ফিল্ড অফিসার আজিজুল হক।মন্তব্য