kalerkantho


বেড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা   

২১ নভেম্বর, ২০১৭ ০০:২৩বেড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

বেড়া পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাধের রাস্তায় বৃশালিখা কবরস্থানের সামনে বালু ভর্তি ট্রাকের চাপায় সাফফুল নেছা (৮০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। নিহত বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার মৃত আজাহার প্রমানিকের স্ত্রী ও আলতাব হোসেনের মা।

বেড়া মডেল থানা ও এলাকাবাসি সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সাফফুল নেছা পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাধের রাস্তা দিয়ে হাটছিলেন। এসময় একটি বালি ভর্তি ট্রাক (যার নং দিনাজপুর- ট-৩৬৯২) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সাফফুল নেছা রাস্তায় নিচে ছিটকে পড়ে যায়। এলাকাবাসি তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুকক্ষণ পরই চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। 

এব্যাপারে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন মাহমুদ জানান, ভর্তির পর পরই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার শরিরে বিভিন্ন স্থানে ক্ষত চি‎হ্ন রয়েছে। বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালাতক। 
 
          
 মন্তব্য