kalerkantho


শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গফরগাঁওয়ে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

২০ নভেম্বর, ২০১৭ ১৭:৩৫গফরগাঁওয়ে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এক নারী প্রভাষককে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে শিক্ষার্থীরা কলেজসংলগ্ন গফরগাঁও-ময়মনসিংহ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

কলেজ সূত্রে জানা যায়, গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লা তার অধীনস্থ সহকর্মী নারী প্রভাষককে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা, গালিগালাজ দেওয়াসহ নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। ওই প্রভাষকসহ অন্য সহকর্মী শিক্ষকরা এ ব্যাপারে প্রতিবাদ করলে অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লা তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। ইতিপূর্বে ওই প্রভাষক পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডুর কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া সম্প্রতি বিদ্যালয়ের সব শিক্ষক বর্তমান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সঙ্গে তার দপ্তরে দেখা করে এ ব্যাপারে প্রতিকার দাবি করেন।

বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। আজ সোমবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজসংলগ্ন গফরগাঁও-ময়মনসিংহ সড়ক প্রায় এ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লার অপসারণ দাবি করে স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ করায় অধ্যক্ষ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন।

গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ওই নারী প্রভাষক বলেন, "অধ্যক্ষ দীর্ঘদিন ধরে আমার সঙ্গে এই আচরন করছেন। একবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি। সম্প্রতি নির্বাহী কর্মকর্তা স্যারের সঙ্গে দেখা করে প্রতিকার চেয়েছি। এ ছাড়া আমার স্বামী অধ্যক্ষ মহোদয় ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু অধ্যক্ষের আচরণের কোনো পরিবর্তন হয়নি।" 

এ ব্যাপারে গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোয়াহেরুল ইসলাম মোল্লার কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "কলেজের ভালোর জন্য শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষকদের চাপ দেওয়ায় তারা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।"

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গফরগাঁও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ডাক্তার শামীম রহমান বলেন, "আমি বিষয়টির খোঁজ নিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" 

 মন্তব্য