kalerkantho


১৯ দাবিতে ফরিদপুর চিনিকলে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ নভেম্বর, ২০১৭ ১৬:০৯১৯ দাবিতে ফরিদপুর চিনিকলে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদ ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মধুখালীতে ফরিদপুর চিনিকলে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার সকালে ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলে।
এ সময় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুন্সী এনায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু,মো. উজ্জ্বল শেখ,মজিবর রহমান মন্টু, সুভাষ রায়, আলী আকবর শেখ, আবুল বাসার বাদশা, মো. জামালউদ্দিন, আব্বাস আলী বিশ্বাস,শাহীন মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে মজুরি কমিশন ঘোষণাসহ ১৯ দফা দাবি মেনে নেবার আহবান  জানান।

 মন্তব্য