kalerkantho


গফরগাঁওয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৭ ১৫:৫৬গফরগাঁওয়ে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ রবিবার সকাল ১১টায় উপজেলার ২১টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনুমোদিত কিন্ডার গার্টেন ও ইবতেদায়ি মাদ্রাসার ৯ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৪২৩ ও  ইবতেদায়ি মাদ্রাসার ২০০জনসহ মোট ৬২৩ জন পরীক্ষার্র্র্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল।

ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে সুন্দর ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 মন্তব্য