kalerkantho


চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১, আহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৭ ০৯:৩৯চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১, আহত ২

চট্টগ্রামে দেয়াল ধসে ইসহাক (২৮) নামে এক যুবক একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতকাল শনিবার রাতে নগরীর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড এলাকায় বালুর মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ ইসহাক সাতকানিয়ার খাগরিয়া মজিদের পাড়ার নিয়াজ রহমান চেয়ারম্যান বাড়ির মৃত সালেহ আহমদের পুত্র। 

গাজীপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো নগরীর পূর্ব মাদারবাড়ীর বালুর মাঠে খেলাধুলা করছিল এলাকার শিশু কিশোর ও যুবকরা। তাদের এই খেলা মাঠের পাশের একটি দেয়ালে বসে উপভোগ করছিল কয়েকজন। এ সময় হঠাৎ করে দেয়ালটি ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইসহাক নামে এক যুবক নিহত হয়। ইসহাক দেয়ালের পাশে বিশ্রাম নিচ্ছিল।  

চট্টগ্রাম মেডিকেলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, এ ঘটনায় আহত আসিফ (১৭) ও রাফি (১৪) নামের দুইজনকে ক্যাজুয়েলটি বিভাগে ভর্তি করা হয়েছে।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার এ বিষয়টি নিশ্চিত করেছেন।  মন্তব্য