kalerkantho


বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৮ নভেম্বর, ২০১৭ ১৫:৫৫বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১৬

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ শনিবার সকালে নারী ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. আরিফুল হক বলেন, "গোপন একটি খবর আসে অবৈধপথে ভারত থেকে বেশ কয়েকজন  সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ওই সংবাদের ভিত্তিতে পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সেখান থেকে ছয় নারী ও একজন শিশুসহ ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।"

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।  মন্তব্য