kalerkantho


চট্টগ্রামে ভবন থেকে পড়ে মানসিক রোগীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ২০:৩০চট্টগ্রামে ভবন থেকে পড়ে মানসিক রোগীর মৃত্যু

চট্টগ্রামের কাপাসগোলা আবদুল হাকিম সওদাগর লেনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক মানসিক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা সাংবাদিকদের জানান, বাদল বড়ুয়ার ছেলে সুপ্রিয় বড়ুয়ার জন্ম থেকেই মানসিক রোগ ছিল। পাঁচতলা ভবনের ছাদ থেকে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান।মন্তব্য