kalerkantho


গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১৭:৪১গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি পুকুর থেকে ভাসমান এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, দক্ষিণ ভাংনাহাটি এলাকার স্থানীয় মাহবুবের বাড়িতে ভাড়ায় বসবাসরত নয়ন গতকাল বৃহস্পতিবার কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি। আজ শুক্রবার সকালে স্থানীয় নুরুজ্জামান মাস্টারের বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

ময়না তদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য