kalerkantho


পাটুরিয়া ঘাটে চাপ বাড়ছে পারের অপেক্ষায় থাকা যানবাহনের

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১৬:০৭পাটুরিয়া ঘাটে চাপ বাড়ছে পারের অপেক্ষায় থাকা যানবাহনের

নদীতে পানি হ্রাস পাওয়ায় ও দফায় দফায় পন্টুন নামানোর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার পর্য়ন্ত পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বাড়ছে।

এ ছাড়া নতুন অ্যাপ্রোচ রোড দিয়ে যানবাহন ফেরিতে ওঠা-নামায় বিঘ্ন ঘটায় ফেরিতে যানবাহন পারাপারে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লাগছে। ফলে ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিআইডাব্লিউটিসি, পাটুরিয়া ঘাটের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। নদীতে প্রতিনিয়ত পানি কমার কারণে ঘাটের  পন্টুনগুলো নিচে নামানো হচ্ছে। এতে পাটুরিয়া ২ নম্বর ঘাটের পন্টুন নিচে নামানোর জন্য ঘাটটি সাময়িক বন্ধ রয়েছে। ফলে পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।  মন্তব্য