kalerkantho


রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন: দুই ইউপি সদস্য আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১২:২০রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন: দুই ইউপি সদস্য আটক

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দুই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এরা হলেন- রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদিন ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক।

এ ব্যাপারে রংপুর কোতোয়ালি থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের কুরশা বলরামপুর গ্রাম থেকে জয়নালকে ও মহেশপুর গ্রাম ফজলুলকে আটক করা হয়।

তিনি বলেন, “হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে।”

অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি। 

প্রসঙ্গত, গত শুক্রবার রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটুর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হন।মন্তব্য