kalerkantho


বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৭ ১০:২৫বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

বরিশাল নদীবন্দরসংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকাসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ ঘটনায় একটি ফিশিং বোট ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে দক্ষিণজোন কোস্ট গার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ হওয়া জাটকাগুলো বরিশালের বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আটকদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হয়েছে।

 মন্তব্য