kalerkantho


ভূঞাপুরে বাংলার ঐতিহ্যবাহী ভাড়াবুরা খেলা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৭ ২২:৩১ভূঞাপুরে বাংলার ঐতিহ্যবাহী ভাড়াবুরা খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গলবার সন্ধ্যায় মশা তাড়ানোর উত্সব হিসেবে পরিচিত বাংলার ঐতিহ্যবাহী ভাড়াবুরা খেলা অনুষ্ঠিত হয়। বাংলা কার্তিক মাসের শেষ দিন সন্ধ্যায় এ খেলার আয়োজন করা হয়। পাট কাঠির মুঠি বেঁধে তার মাথায় আগুন লাগিয়ে এ খেলা হয়। ভূঞাপুর থিয়েটার স্থানীয়ভাবে এ খেলার আয়োজন করে। ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। এতে শিশু, কিশোর, বৃদ্ধসহ দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।মন্তব্য