kalerkantho


তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ

ঝালকাঠিতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি    

২৪ অক্টোবর, ২০১৭ ১৪:৩৩ঝালকাঠিতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, রুস্তুম আলী চাষী, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, গিয়াস সরদার ও মিঠু। 
এ সময় বক্তারা তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।মন্তব্য