kalerkantho


অক্টোবর বিপ্লবের ওপর বাগেরহাটে সেমিনার

বাগেরহাট প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০১৭ ২০:১৯অক্টোবর বিপ্লবের ওপর বাগেরহাটে সেমিনার

'ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন'- এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে অক্টোবর বিপ্লব প্রাসঙ্গিকতা প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সেমিনার।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক জাভেদ হুসেন।

সেমিনারে আরও বক্তব্য দেন অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, রনজিত চট্টপাধ্যায়, আকরাম হোসেন, তুষার কান্তি বসু, শেখ নজরুল ইসলাম, সরদার আনসার উদ্দিন, অ্যাডভোকেট রেজাউল করিম, শিল্পী সমাদ্দার, শেখ জাহিদুল ইসলাম জাদু প্রমুখ।

সেমিনারে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ছাত্রসংগঠন, নারীনেত্রী ও সাংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি বাগেরহাট জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।মন্তব্য