kalerkantho


আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

২৩ অক্টোবর, ২০১৭ ২০:০৬আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু

ঢাকার অদূরে আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (১৮) নামের একজন বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকার একটি বাসা বাড়িতে এ  দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের আকবরা গ্রামে। তিনি জামগড়া এলাকায় একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকানে কাজ করতেন।

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল নিশ্চিত করে জানান, বিকেলে সাইফুল একটি বাসা বাড়িতে বৈদ্যুতিক তার সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।মন্তব্য