kalerkantho


'মা' ইলিশ রক্ষা অভিযান

ভোলায় ২২ দিনে ২০৮ জেলে আটক

ভোলা প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০১৭ ১৯:১৬ভোলায় ২২ দিনে ২০৮ জেলে আটক

ভোলায় গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত 'মা' ইলিশ রক্ষা অভিযানে ২২ দিনে ২০৮ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ২৩ লক্ষাধিক মিটার অবৈধ জালসহ ৮২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এ ছাড়া তিন হাজার ১১০ কেজি মা ইলিশ ও ৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৯ কোটি ৬৫ লাখ টাকা।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। জব্দ 'মা' ইলিশ এতিমখানায় ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া আগুনে পুড়িয়ে ফেলা হয় জব্দ জাল। কোস্টগার্ড ভোলার দক্ষিণ জোনের কর্মকর্তা লে. কমান্ডার ভিকসন চৌধুরী আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। মন্তব্য