kalerkantho


মেহেরপুর জেলা ব্র্যান্ডিং নিয়ে প্রেস ব্রিফিং

মেহেরপুর প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০১৭ ১৯:০৯মেহেরপুর জেলা ব্র্যান্ডিং নিয়ে প্রেস ব্রিফিং

'মুজিবনগর একাত্তর, গৌরবদীপ্ত মেহেরপুর'-এ স্লোগান নিয়ে মেহেরপুর জেলা ব্র্যান্ডিং বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতিসঞ্চার, জেলার ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, জেলা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির লালন ও বিকাশ, এক জেলা এক পণ্য কর্মসূচির বাস্তবায়নসহ ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।মন্তব্য