kalerkantho


ফতুল্লায় দেয়াল ধ্বসে ৩ বোনসহ নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৭ ১৩:১৫ফতুল্লায় দেয়াল ধ্বসে ৩ বোনসহ নিহত ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল ধ্বসে একই পরিবারের তিন বোনসহ চারজনের মৃত্যু হয়েছে।  এ সময় আরো দুইজন আহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ফতুল্লার পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩) ও ফিরোজ মিয়ার ছেলে সাদেকুর রহমান (৪০)। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, পাগলা শান্তি নিবাসের পাশে চাঁন মিয়ার বাড়ির পুরানো সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। এ সময় সেখানে খেলাধুলা করছিল তিন বোনসহ কয়েকজন শিশু। হঠাৎ দেয়াল ধসে পড়লে তিন বোন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আহত সাদেকুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
 
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশগুলো ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হবে। যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’মন্তব্য